প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ৯:১০ এ.এম
মনিরামপুর সড়কে কামালপুর কেন্দ্রীয় মসজিদের সংলগ্নে মাছ বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত- ১
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে ১১ নং রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর কেন্দ্রীয় মসজিদের সংলগ্নে একটি নসিমন মাছ বোঝায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার ২০ রা এপ্রিল দুপুর 2:30 মিনিটে মাছ বুঝায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। জানা যায় কেশবপুর দিক থেকে ছেড়ে আসা একটি নসিমন মাছ বুঝায় অবস্থায় বারো বাজারের উদ্দেশ্যে রওনা হয় পতিমধ্যে মনিরামপুর সড়কে সতীঘাটা কেন্দ্রীয় মসজিদের সংলগ্নে আসলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় এতে নসিমন ও মাছে ব্যাপক ক্ষতি হয় এবং নসিমনের ড্রাইভার গুরুতর আহত হয়। এই দুর্ঘটনা সংবাদ পেয়ে স্থায়ী জনগণ উদ্ধার করে নছিমন ড্রাইভারকে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে স্থানীয় জনগণের সাহায্যে মাছগুলো মাছ ব্যবসায়ীকে পানির থেকে উঠাইয়া বুঝাইয়া দেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।