মনিরামপুর মহাসড়কে ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে  আহত – ২ 

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোরে মনিরামপুর মহাসড়কে বেগারীড় তলায় অদূরে ধান বোঝায় একটি ট্রাক খুলনা ট- ১১ -১২২৬  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে উল্টে পড়লে ড্রাইভার এবং হেলপার আহত হয়। ১১ই মে বৃহস্পতিবার আনুমানিক ভোর রাত ৪.০০ সময় ধান বোঝার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরের মধ্যে পড়ে  বলে জানা যায়। জানাযায় খুলনা থেকে ধান বোঝাই করে ট্রাকটি যশোর নাভারণের উদ্দেশ্যে রওনা হয় পথিমধ্যে মণিরামপুর  উপজেলা বেগারীতলা  অদুরে ধান বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে উল্টে যায় এতে ট্রাকের ড্রাইভার লিঠু (৩৬) এবং হেল্পার সবুজ(২১)  আহত হয়। এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনগণের  হেল্পার এবং ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। এই দুর্ঘটনায ধান ব্যবসায়ী জায়দুল শিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল বুধবার আনুমানিক বিকাল ৫.০০ সময় আমার ধান ট্রাকে লোড দিয়ে ঐদিন রাত আনুমানিক ১.০০ সময় নাভারণ উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ ভোর রাতে আমার কাছে ফোন দিয়ে বলে মনিরামপুর উপজেলা বেগারীতলার অদূরে ধান বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে উল্টে যায় এতে ধান এবং ট্রাকের ব্যাপক ক্ষতি হয় এবং ট্রাকের হেলপার এবং ড্রাইভার প্রাণে বেঁচে যায়।
error: Content is protected !!