প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
জেলা পরিষদের কর্তন করা গাছের গোড়া থাকায় তিন সন্তানের জনক সড়ক দুর্ঘটনা নিহত
মণিরামপুর উপজেলা শ্যামকুড় মণিরামপুর মহাসড়কে আমিনপুর বকুলতলা নামক স্থানে জেলা পরিষদের কর্তন করা গাছের উচু গোড়াই উঠে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় রবিউল ইসলাম (৩২) নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় শ্যামকুড় বাজার সংলগ্নে আমিনপুর বকুলতলার নামক স্থানে এই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
জানা যায় মণিরামপুর উপজেলা শ্যামকুড় ইউনিয়নে আমিনপুর গ্রামে মশিয়ার রহমানের একমাত্র ছেলে রবিউল ইসলাম মণিরামপুর মহাসড়ক আমিনপুর বকুলতলা পারাপারের সময় সজরে প্রাইভেটের ধাক্কায় এই রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থানে মারা যায় ঘটনাস্থানে নিহত হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে ১ বোন, পিতা-মাতাসহ অনেক কিছু রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা আছর বাদ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, যশোর মণিরামপুর ৫ আসনের সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব জনাব ইয়াকুব আলী, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডিএম শরিফুল ইসলাম,কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় মুসল্লী গণেরা উপস্থিত ছিলেন । মরহুমের নামাজে জানাজা পড়ান শ্যামকুড় জামে মসজিদের ইমাম মাওলানা খতিব মুমিন। মরহুমের নামাজের জানাজার শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায় এই সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে মনিরামপুর ৫ সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব ইয়াকুব আলী ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন এবং গাড়ির মালিক ২০ হাজার টাকা, নগদ ও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানান।মাননীয় সংসদ সদস্য ও একাবাসী জানায় মেইন সড়কে জেলাপরিষদের গাছ কাটলেও,গাছের গোড়া উচু থাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।জেলাপরিষদ সড়ক হওয়ার পর গাছ কেটে নিয়ে যায়,কিন্তু গাছের গোড়া উচু রেখে গাছ কর্তন করা হয়।গাছের গোড়া সড়কের পিচের ঢালাই ছাড়া ১ ফুট থেকে শুরু করে ৮/৭/৫/৬ ইঃ উচু রেখে গাছ কর্তন করায় যশোর চুকনগর সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঝরে যাচ্ছে একাধিক প্রাণ।
স্হানীয়দের দাবী জেলাপরিষদের নিকট সড়কে থাকা গাছের গোড়া কেটে পিচ ঢালায়ের সমমান করা হোক।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com