মনিরামপুর প্রতিনিধি : উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মনিরামপুর কেন্দ্রীয় দোলখোলা পূজা মন্দিরে পালিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীর শিক্ষার্থীরা দেবীর আরাধনা করে থাকে। স্থানীয় জনসাধারণ বিদ্যা ও জ্ঞান লাভের আশায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে এ পূজা শুরু করে।এ বছর পূজার সার্বিক আয়োজন ও তত্বাবধানে ছিলো স্থানীয় একঝাক যুবক। তারা হলেন সৌরভ ঘোষ,গোপাল দাস, দ্বিপ ঘোষ, প্রান্ত কুন্ডু, জয় সাহা, শিমুল কর্মকার, প্রতীক ঘোষ, বাপন কুন্ডু, তুর্য ঘোষ ও রিপন ঘোষ।রাতে ছিলো বনফুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সৌজন্যে মুগ্ধকর সংগীত ও নৃত্য অনুষ্ঠানের প্রতিযোগিতা। জাঁকজমক ভাবে সরস্বতী পূজা দুইদিন ব্যাপী অনুষ্ঠিত করায় যুবক দের প্রশংসা করেছেন মনিরামপুরবাসী