মনিরামপুর উপজেলার, রাজগঞ্জে প্রবীন ও নবীন কলম যোদ্ধাদের সমন্বয়ে একটি শু-সংগঠিত প্রেসক্লাবের আত্মপ্রোকাশ

লেখক: mosharraf hossain
প্রকাশ: 9 months ago

মুহাঃ মোশাররফ হোসেনঃ

গতকাল রা ৮ঘটিকার সময় যশোর জেলার, মনিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রবীন ও নবীন কলম যোদ্ধাদের সমন্বয়ে ১৫ সদস্য কমিটি করে একটি শু-সংগঠিত প্রেসক্লাব (প্রেসক্লাব রাজঞ্জ) নামে আত্মপ্রোকাশ হয়েছে।

উক্ত প্রেসক্লাবের ১৫জন কমিটি এবং আরো অনেক সদস্য নিয়ে গঠিত সকল কমিটি ও সদস্যদের চুড়ান্ত তালিকাসহ নিম্নে প্রকাশ করা হলো।

১. রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী এবং দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক এবং বিশিষ্ট ব্যাবসায়ী আবুল বাসার ( চাকলাদার) সভাপতি।
২. দৈনিক সত্যপাঠ ও প্রভাতফেরির সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস সহ-সভাপতি।
৩. দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক মোঃ এরশাদ আলী, সহ-সভাপতি।
৪. দৈনিক যশোরের সাংবাদিক সাংবাদিক জি,এম ফারুক হোসেন সাধারণ সম্পাদক।

৫. আনন্দ টিভির সাংবাদিক মোঃ রাশেদ আলী যুগ্ম সম্পাদক।
৬. দৈনিক আশ্রয় প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও নিউজ বিডি জার্নালিষ্ট ২৪ এর সম্পাদক/প্রকাশক মোঃ রাকিব হোসেন যুগ্ম সম্পাদক।
৭. দৈনিক সত্যপাঠ এর সাংবাদিক মোঃ রেজাউল করিম (রয়েল) সাংগঠনিক সম্পাদক।

৮. দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক অমারেশ বিশ্বাস প্রচার সম্পাদক।
৯. নিউজ বিডি জার্নালিস্ট ২৪ এর সহ-সম্পাদক মুহাঃ মোশাররফ হোসেন অর্থ- সম্পাদক।
১০. নিউজ বিডি জার্নালিষ্ট ২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আল ইমরান দপ্তর-সম্পাদক।
১১. দৈনিক গ্রামের কাগজ এর সাংবাদিক মোঃ সেলিম রেজা আইসিটি সম্পাদক।

১২. এম, এম, ইমরান খান পান্না দৈনিক গ্রামের কন্ঠ নির্বাহী সদস্য।
১৩. ডাঃ ইলিয়াজ কবির দৈনিক পাঠকের কথা নির্বাহী সদস্য।
১৪. মোঃ জামাত আলী দৈনিক কল্যাণ নির্বাহী সদস্য।
১৫. মোঃ আল মামুন দৈনিক রানার নির্বাহী সদস্য।

error: Content is protected !!