মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুরে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে বাস্তবায়নকারী উলাসী সৃজনী সংঘ (USS) সার্বিক সহযোগিতায় মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রশিক্ষণ হলরুমে নারী ও সাংবাদিক, জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা করা হয়। উলাসী সৃজনী সংঘ (USS)
গণ উন্নয়ন কেন্দ্র ও বিকাশ বাংলাদেশ যৌথ আয়োজনে মনিরামপুরে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন হয়।
নাজমা খাতুনের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয় কর্মকর্তা মৈাসুমি আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান।
উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম সহ উলাসী সৃজনী সংঘ(USS) সমন্বয়কারী অফিসার হারুন অর রশিদ, যশোর অঞ্চলের উলাসী সৃজনী সংঘের সকল প্রকল্পে ফিল্ড কোঅডিনেটর রিজিওনাল বস্ক্রিম চন্দ্র রায়, উই প্রকল্পের ফিল্ড কোঅডিনেটর সোনিয়া বিশ্বাস সহ সুশিল সমাজগণ।