প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
মনিরামপুরে সরস্বতী পূজা কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
যশোরের মনিরামপুর উপজেলার দুর্বডাজ্ঞা ইউনিয়নের হরিণা গ্রামের হরিণা মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজা কে কেন্দ্র করে দু গ্রুপে সংঘর্ষ হয়েছে ।
সংষর্ষে দুই গ্রুপের অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে দুইটি গ্রুপের সৃষ্টি হয়। বুধবার সরস্বতী পুজা উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের হরিণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক দাওয়াত প্রদান করেন । দুই গ্রুপ অংশ গ্রহণের মাধ্যমে সরস্বতী পূজা শেষ হয়। পূজা শেষ হওয়ার আনুমানিক ৩০ মিনিট পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা যায়, স্কুল কমিটি গঠন কে কেন্দ্র করে দুই গ্রুপের রেশারেশি চলছিলো এবং কমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
হরিহর নগর ইউনিয়নের ঈগল মার্কার প্রতিনিধি বলেন, আমাদের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। এবিষয়ে হরিণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মি:মিহির কান্তি রায় বলেন, সরস্বতী পূজায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দাওয়াত দেওয়া হয়। পূজা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।পূজা শেষ করে আমরা বাড়িতে যাওয়ার পর শুনি দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে, পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com