স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার অভয়নগর- মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রী কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীদের দ্বারা গুলিবদ্ধ হয়েছেন মানব মন্ডল (৪০) ।তার উরুতে গুলি লাগে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক পোনে নয়টায় মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে।
তিনি মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে।
সন্ত্রাসীরা গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবি'র হাতে ৩জন সন্ত্রাসী গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত শিশির মন্ডল (৩০) অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে, তন্ময় সরকার (১৮) মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে ও হান্নান (৩২) অভয়নগর উপজেলার বুইকরার মৃত সোহরবের ছেলে।
গুলি করার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।