মোঃ এমদাদুল হক,মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার পৌর কমিশনার বাবুল আক্তার(বাঘা বাবুল) রাত ১১টার সময় একজন ৭০ বছরের বৃদ্ধাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে আসলে তার কাছে জিজ্ঞেস করা হয় উনি কে সাংবাদিকদের জবাবে কমিশনার বাবুল আক্তার বলেন আমি যাকে নিয়ে এসেছি সে আমার বাবার মত ওনার নাম মোঃ ইউনুস আলী গাজী ৭০।
ডাক নাম বড় দা হিসাবে এলাকায় পরিচিত।এনার কোন সন্তান না থাকায়। অসহায় ভাবে এক সপ্তাহ যাবত অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন তিনি । কোন সন্তান আদি না থাকার কারণে তাকে দেখার মত কেউ নাই। আমি রাত ১১ টার দিকে সংবাদ পায় মোঃ ইউনুস আলী, বড় দা।
খুব অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তিনি। ঠিক সেই সময় পৌর কমিশনার বাবুল আক্তার নিজে উপস্থিত হয়ে রাত ১১ সময়। তাকে নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
ইউনুস আলী মনিরামপুর উপজেলা কামালপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়। এসময় বাবুল আক্তার আরো বলেন। আমি আমার সাধ্যমতে চিকিৎসার ব্যবস্থা করেছি তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না বলে জানিয়েছেন ডক্টর।
তাকে সুস্থ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আপনারা যারা সমাজে বিত্তবান ব্যক্তি আছেন তার পাশে এসে দাঁড়ানোর আহ্বান ও জানিয়েছেন কমিশনার যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে তাকে সহযোগিতা করতে পারেন।মোঃ ইউনুস আলী। কে দেখার মত তার কেউ নাই।
লোকটি একজন খুবই অসহায় হতদরিদ্র পরিবারের মানুষ যাকে দেখার মতো এক মাত্র আল্লাহ ছাড়া। দুনিয়াতে আর কেউ নাই।