মোঃ এমদাদুল হক, মনিরামপুর:
যশোরের মনিরামপুর উপজেলার হরিহর নগর ইউনিয়নের মহাতাবনগর গ্রামে ২ শত গ্রাম গাঁজা সহ মোঃ শুকুর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী মো: শুকুর আলী (২৬) হরিহর নগর ইউনিয়নের মহাতাবনগর গ্রামের মোঃ আব্দুর রশিদ আলীর ছেলে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ এবি এম মেহেদী মাসুদ জানান মঙ্গলবার ৫ মার্চ হরিহরনগর ইউনিয়নের মহাতাবনগর গ্রামের তার নিজ বাড়ি থেকে ২ শত গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৩৫,৬০০ শত টাকা এবং ১ টি মোবাইল ফোন, সহ তাকে গ্রেফতার করে মনিরামপুর থানা পুলিশ।
সূত্রে জানা যায় মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ এর নির্দেশক্রমে ইং ০৫/০৩/২০২৪ তারিখে অত্র মণিরামপুর থানা ধিন এলাকায় অবৈধ মাদক অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান, পরিচালনা করার সময়। শুকুর আলীর, কাছে থাকা গাঁজা এবং মাদক, বিক্রয়ের নগদ অর্থ,ও মোবাইল ফোন সহ, তাকে, গ্রেফতার করেন, মনিরামপুর থানার, এস আই মহসিন হোসেন, এসআই মলয় বসু , এস আই হাসান আলী, ও এ এস আই শ্যামল সরকার। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হরিহর নগর ইউনিয়নের,মহাতাবনগর, গ্রামের ,মোঃ আব্দুর রশিদ,এর ছেলে, শুকুর আলী ,দীর্ঘ দিন যাবত,মাদক ব্যবসার, সাথে জড়িত, থাকায় তার,কাছে পাওয়া, মাদক সহ, তাকে হাতেনাতে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে।
এ এসআই শ্যামল সরকার, বলেন, এ সংক্রান্তে, মনিরামপুর থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।