প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
মনিরামপুরে ফসলি জমি নষ্ট করে ঘেরে রুপান্তর মাটি বিক্রয় হচ্ছে ইট ভাটায়
যশোর মনিরামপুর উপজেলা ঢাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লংঘন করে এলাকায় চলছে ব্যাপক হারে মাটি বিক্রি। বহনকারী গাড়ি থেকে মাটি পড়ে নষ্ট হচ্ছে প্রধান সড়ক থেকে শুরু করে নষ্ট হচ্ছে, ছোট ছোট সরু সড়ক গুলো। সিন্ডিকেটের কাছে এলাকার সাধারণ মানুষ জিম্মি, ভয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষ।
এলাকার প্রভাবশালীরা নির্বিঘ্নে ফসলি উর্বর কৃষি জমি নষ্ট করে পুকুর খননের নামে ব্যাপক হারে মাটি উত্তোলন করছে। ফলে এলাকার সাধারণ জমির মালিকেরা চরমভাবে হতাশ। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার পর তা পরিবহনের জন্য পাকা ও কাঁচা সড়ক ব্যবহার করা হচ্ছে। মাটি বোঝাই যন্ত্রদানব ট্রাক্টর চলাচল করার কারণে রাস্তায় মাটি পড়ে হালকা বৃষ্টি নামলেই অন্যান্য যানবাহন গুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আর সড়কগুলো নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে এলাকার সর্বস্তরের জনসাধারণ মানুষ। অবৈধ্য ভাবে ফসলি জমির মাটি সাবাড় করলেও জোরালো কোন পদক্ষেপ না নেয়ার কারণে উপজেলা জুড়ে চলছে অবৈধ মাটি উত্তোলন।
এতে দিন দিন কমে আসছে আবাদি জমি। বিশেষ করে এক সময় কার তিন ফসলি জমি এখন দুই ফসলি তে নেমে আসলেও তার একটি ফসল পানি তে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বিরাজ করে কৃষকদের মাঝে। ফলে ঘের খনন করায় খাদ্য ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। মনিরামপুরে ধান চাষ খ্যাত একটি থানা। প্রতি বছরে দুইটি ধানের ফসল উৎপাদন হলেও এখন ঘের খনন করায় একটির আশা করে থাকেন কৃষকরা, অপর একটি ফসলের আশা প্রায় ছেড়েই দিয়েছেন বলে জানা যায় ।
এলাকার সাধারণ মানুষ বলেন, প্রত্যেক দিন ৮০ থেকে ১০০ গাড়ি মাটি উত্তোলন করে সেই মাটি ট্রাক্টর দিয়ে বহন করে নেওয়া হচ্ছে আশেপাশের বিভিন্ন ভাটায়। মাটি কাটার কারণে আমাদের ফসলি জমিগুলো বিনষ্ট হচ্ছে। তাছাড়া মাটি বহনের সময় যে পরিমান ধুলো উড়ছে তাতে করে রাস্তাতে চলাচল করা খুবই মুশকিল হয়ে পড়ছে। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ধুলোতে যেমন নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ আবার ঘটছে সড়ক দূর্ঘটনা।
তারা আমাদের কোন কথায় কর্ণপাত না করে দিনরাত বিরতিহীন মাটি খনন করেই চলেছে। এভাবে মাটি কাটা চলতে থাকলে আমাদের জমিসহ আশেপাশের জমি ভেঙ্গে যাবে। সরেজমিন ঘুরে দেখা যায়, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামের বিভিন্ন জায়গায় জমির মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন ভাটায়। এলাকায় যেন পুকুর বা ঘের খননের মহোৎসব চলছে। কৃষকরা না বুঝে যেমন হারাচ্ছেন তাদের উর্বর ফসলি জমি, অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন এক শ্রেণির প্রভাবশালী মাটি ব্যসায়ীরা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com