মনিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা লুটপাট অতঃপর থানায় অভিযোগ  

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে কৃষ্ণবাটি গ্রামে বিকাশ বিশ্বাসের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে হামলা, লুটপাট এবং তার স্ত্রী সন্তানকে বেড়ধক মারপিটে জখম অতঃপর থানায় অভিযোগ দায়ের করেন। ২১ই আগস্ট সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় বিকাশ বিশ্বাসের বাড়িতে এই হামলা লুটপাট মারপিটে জখমের ঘটনায় স্ত্রী পুষ্প বিশ্বাস থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। জানা যায়, বিকাশ বিশ্বাসের প্রতিবেশী একই গ্রামের হাবিবুর রহমানলর সহিত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলিতে ছিল। বিরোধীদের জেরে হাবিবুর রহমানের গ্যাং গত সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় লাঠি সোটা নিয়ে বিকাশের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং বিকাশ বিশ্বাসের স্ত্রী ও সন্তানকে বেধড়ক মারপিটে গুরুতর জখম করে। এ সময় হাবিবুর রহমান গ্যাং বিকাশ বিশ্বাসের বারান্দায় থাকা তিনটি মোবাইল ফোন ভাঙচুর করে এবং বসত ঘরে ভিতরে ঢুকে বাক্স ভেঙে অনুমান মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণ অলংকার ও লগত ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এই সময় বিকাশ বিশ্বাস ও তার পরিবারের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে হাবিবুর রহমান গ্যাং ঘটনা স্থান ত্যাগ করেন। প্রশ্ন উঠেছে হামলাকারী হাবিবুর রহমান গ্যাং এর খুটির জোর কোথায়?

৭ নং খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ এর কাছে মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি মিটিংয়ে আছি আমি পরে যোগাযোগ করছি কিন্তু পরে তিনি সাংবাদিকের সাথে আর কোন যোগাযোগ করেনি এবং একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে মনিরামপুর থানা অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় শুনেছি থানায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি সঠিকভাবে তদন্ত করে বিষয়টির যদি সত্যতা পাওয়া যায় তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

error: Content is protected !!