মনিরামপুরে ছেলের আঘাতে মা হাসপাতালে অতপর থানায় অভিযোগ
লেখক:
Rakib hossain প্রকাশ: 5 months ago
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার সংলগ্ন চাকলাপাড়ায় টাকা না দেওয়াকে কেন্দ্র করে সন্তানের হাতে মাকে মারধরের ঘটনা ঘটেছে। ১৬ই জুন রাত্র আনুমানিক ৯ ঘটিকার সময় আশরাফুল নামে এক ব্যক্তি তার পিতার নিকট টাকা দাবী করেন। তার পিতা টাকা দিতে অস্বীকার করলে আশরাফুল তার পিতাকে মারধর করতে উদ্ধত হন। এদৃশ্য দেখে আশরাফুলের দ্বিতীয় মা মারপিটে বাধা দেন। এ সময় আশরাফুল পাশে থাকা চেরাই কাঠ দিয়ে তার দ্বিতীয় মা সাবিনা বেগম (৫৬) কে বেড়ধক মারপিট করেন। এই সময় সাবিনা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার পরিবারবর্গ দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি ৪ দিন চিকিৎসা গ্রহণ শেষে সাবিনা বেগম বাদী হয়ে, ১৯/০৬/২০২৪ ইং তারিখে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় সাবিনা বেগম এবং স্বামী রবিউল চাকলাদার আলাদা সংসার। উল্লেখিত বিবাদী আশরাফুল চাকলাদার আলাদাভাবে একই বাড়িতে বসবাস করেন। একই বাড়িতে থাকাকালে বিবাদী আমার নিকট টাকা পয়সা চাহিয়া খুন জখম করবে বলিয়া হুমকি প্রদান করেন। আমার স্বামী বিবাদীকে টাকা দিতে অস্বীকার করলে তিনি জোর করে আমার ঘর থেকে টাকা নিয়ে যায়। এভাবে প্রতিনিয়ত আমার নিকট টাকা চাহিয়া মারপিট করতে আসে। বিবাদী অনেকদিন আমাকে ও আমার স্বামীকে মারপিট করে।
উক্ত বিষয় মীমাংসা করার চেষ্টা করিলেও বিবাদিরা মানে নাই। বিবাদী আশরাফুল চাকলাদার (৩৬)তার পিতা রবিউল চাকলাদার(৬২) এর কাছে টাকার দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ১৬/০৬/২০২৪ ইং তারিখ রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় রাজগঞ্জ বাজার সংলগ্ন নিজেদের কাঠ গোলার পাশে পিতাকে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এই ঘটনা টের পেয়ে স্ত্রী সাবিনা বেগম তাকে নিষেধ করিলে বিবাদীর পাশে থাকা কাঠের চলা দিয়ে বাদীর বুকে ও পিঠে বাড়ি মারিয়া রক্ত জমাট জখম করে।
তখন বাদী মাটিতে পড়ে গেলে আসামি আশরাফুল চাকলাদার বাদীকে এলোপাতাড়ীভাবে হাতে পেটে বাড়ি মারিয়া রক্তাক্ত জখম করে। ঐ সময় তার ডাক চিৎকার শুনতে পেয়ে আশপাশে এবং তার পরিবারবর্গ তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনা ভুক্তভোগী পরিবার তদন্তপূর্বক প্রশাসনের আশু- হস্তক্ষেপ কামনা করেন।