Thursday, January 23, 2025

মনিরামপুরে এমপির ওপর হামলার চেষ্টা

Date:

Share post:

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর-৫ আসনের সংসদ-সদস্য এসএম ইয়াকুব আলীর ওপর হামলার চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলায় বাধা দিতে গিয়ে সংসদ-সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা প্রদানকারী ও ডিএসবির এক এএসআইসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, সহকারী পুলিশ সুপার আবু দাউদসহ স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে যান। উপজেলা প্রশাসন আয়োজিত গরিব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান ছিল শনিবার। অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা সবাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুসারী বলে পরিচিত। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু দাবি করেন, তার অনুসারীরা এ ঘটনায় জড়িত নয়; বরং প্রতিপক্ষরা তার তিন কর্মীকে মারধর করেছে। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ-সদস্য ইয়াকুন আলীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই,ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন, আবু সালেহ ও রিয়াদ হোসেন। এর মধ্যে নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই ফিরোজ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত চেক বিতরণের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায় প্রধান অতিথি ইয়াকুব আলীর বক্তব্যের শুরুতে হলরুমের বাইরে হট্টগোল শুরু হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর অনুসারী হিসেবে পরিচিত কিছু সন্ত্রাসী হলরুমের দরজা ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দরজার কাছে থাকা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন, আবু সালেহ ও রিয়াদ হোসেনকে মারধর করে ভেতরে ঢুকে গোলযোগ করে। সন্ত্রাসীরা ভেতরে ঢুকে সংসদ-সদস্য এসএম ইয়াকুব আলীর ওপর হামলা করতে পারে এ আশঙ্কায় তার (সংসদ-সদস্য এসএম ইয়াকুব আলী) ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সাবেক এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে

যান। শহিদুল ইসলামকে পেয়ে তার ওপর হামলে পড়ে সন্ত্রাসীরা।

এ সময় তাকে মারধর করাসহ পদদলিত করা হয়। একই সময় সরকারি কাজে দায়িত্ব পালনকারী ডিএসবির এএসআই ফিরোজ হোসেনকে মারধর করা হয়। ডিএসবির এএসআই ফিরোজ হোসেন অনুষ্ঠানে উপস্থিত সংসদ-সদস্য এসএম ইয়াকুব আলী, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষের ওপর হামলার বর্ণনা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় সংসদ-সদস্য ইয়াকুব আলীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম, ডিএসবির এএসআই ফিরোজ হোসেনসহ পাঁচজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

সংসদ-সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, দেশের চলমান পরিস্থিতির মধ্যে যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। যারাই এ ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

কালীগঞ্জ ঝিনাইদহ: কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের অধিনে দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান করতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে আখের...

হালনাগাদ কর্মসূচি ২০২৫ নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করার...

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার...

কালীগঞ্জে ল্যাপারোস্কোপিক লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন

কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে এই প্রথম ইকো ডায়াগনস্টিক এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে ল্যাপারোস্কোপিক, লেজার এন্ড ইএনটি কর্ণার উদ্বোধন করা...