ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের একশত দিন পূর্ণ হয়নি। কিন্তু তার আগেই ভারতের মনিপুর রাজ্যের দক্ষিণ মনিপুরে র চুড়া চাঁদ এর থাঙজিঙ ব্রিজের কাছে জঙ্গিগোষ্ঠী পাতা মাইনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতের সেনাবাহিনী সদস্যরা।
এই এলাকায় কুকি জনগোষ্ঠীর সাথে মেইতি জনগোষ্ঠীর জঙ্গিদের এলাকা দখলের লড়াই চালিয়ে শুরু হয়েছে বহু দিন আগে থেকেই।এর ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে পরস্পর বিরোধী জঙ্গিগোষ্ঠী সদস্যরা। কোথাও মেইতি জনগোষ্ঠীর সদস্যরা কুকি জনগোষ্ঠীর সদস্যদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আবার কোথাও মেইতি জনগোষ্ঠীর সদস্যদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে কুকি জনগোষ্ঠীর সদস্যরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই লড়াই কিছুতেই বাগে আনতে পারছে না সরকার। মনিপুরে র মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি চেস্টা করে ও ব্যার্থ হয়েছে।
তিনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন।আজ দুপুরে ভারতের সেনাবাহিনী সদস্যরা টহল দেওয়ার সময় চুড়া চাঁদ থাঙজাঙ ব্রিজের কাছে কিছু দেখতে পায়।তারা কনভয় থামিয়ে এগিয়ে যেতে দেখতে পান সাতটি পাইপ লাইন ল্যান্ড মাইন পোঁতা রয়েছে। কারণ আগে থেকেই জঙ্গি সংগঠনের সদস্যরা জানতেন যে এই পথে নজরদারি বাড়ানো র ভারতের সামরিক বাহিনীর সদস্যরা আসবে।তাই আগে থেকেই ল্যান্ড মাইন পোঁতা হয়েছে। সঙ্গে সঙ্গে তা নিস্তেজ করা হয়েছে। এবং এই এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ড্রোন ও ল্যান্ড মাইন, অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী সদস্যরা। যার মধ্যে সাতটি আই ডি রয়েছে।
পূর্ব ইম্ফল ও কঙপোতাজিতে জোর লড়াই চালিয়ে যাচ্ছে কুকি ও মেইতি জনগোষ্ঠীর জঙ্গিরা। সেই সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নয়শত দল নিয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে মনিপুর রাজ্যের মধ্যে নাশকতা সৃষ্টির জন্য ঢুকেছে। তাদেরকে বিতাড়িত করতে ভারতের সেনাবাহিনী মোতায়েন করেছে মিয়ানমারের সীমান্ত এলাকায়। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতিতে সুযোগ নিয়ে বহু জঙ্গি সংগঠনের সদস্যরা ভারতের মধ্যে প্রবেশ করেছে বলে খবর সেনাবাহিনী গোপন সূত্রে।
তবে আগামী দিনে ভারতের মনিপুর রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারত সরকার কতটা পদক্ষেপ গ্রহণ করে তা দেখার বিষয়।