অনলাইন ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেয়। রাত পৌনে ১টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
তবে খালেদা জিয়া কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীক্ষানিরীক্ষার পরই জানা যাবে।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন।
সি.বিশ্বাস / নিউজবিডিজার্নালিস্ট ২৪