মণ্ডপে মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সুনন্দন দাস

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃমাসুদ আলম, ব্যুরো:

হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী

আজ সোমবার সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে বাড়ে ভক্তদের ভীড়। ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর।

শারদীয়া শুভেচ্ছা বিনিময় করার জন্য
মোহনপুর ইউনিয়নের সহড়াপাড়া দূর্গাপাড়া মন্দির ১, সহড়াপাড়া দূর্গাপাড়া মন্দির ২, ঠাকুর যৌবন মন্দির, বাবুডাইং দূর্গা মন্দির, দূধারি কাঁঠাল পুকুর মন্দির, পাকা দূর্গা সহ
বিভিন্ন মন্দিরে উদযাপিত দুর্গা দর্শন ও মতবিনিময় করেন সুনন্দন দাস (রতন দাস) সহকারী পরিচালক, (অবসরপ্রাপ্ত) কাস্টমস গোয়েন্দা ও সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপজেলা আওয়ামিলীগ। সাথে সফরসঙ্গী ছিলেন, মোঃ
মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
আতাউর রহমান, ২নং মোহনপুর ৪ নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, শ্রী জিতেন চন্দ্র মরারী,মোহনপুর ৪নং ওয়ার্ড সহসভাপতি, আওয়ামীলীগ, পলাশ কর্মকার, মোহনপুর ৪নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ, মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
তিনি তার বক্তব্যে বলেন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখার জন্য শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে রাজশাহী ১ আসনের সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানান।

মণ্ডপে মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সুনন্দন দাস
মোঃমাসুদ আলম, ব্যুরো চীপ
হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী

আজ সোমবার সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে বাড়ে ভক্তদের ভীড়। ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর।

শারদীয়া শুভেচ্ছা বিনিময় করার জন্য
মোহনপুর ইউনিয়নের সহড়াপাড়া দূর্গাপাড়া মন্দির ১, সহড়াপাড়া দূর্গাপাড়া মন্দির ২, ঠাকুর যৌবন মন্দির, বাবুডাইং দূর্গা মন্দির, দূধারি কাঁঠাল পুকুর মন্দির, পাকা দূর্গা সহ
বিভিন্ন মন্দিরে উদযাপিত দুর্গা দর্শন ও মতবিনিময় করেন সুনন্দন দাস (রতন দাস) সহকারী পরিচালক, (অবসরপ্রাপ্ত) কাস্টমস গোয়েন্দা ও সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক, উপজেলা আওয়ামিলীগ। সাথে সফরসঙ্গী ছিলেন, মোঃ
মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
আতাউর রহমান, ২নং মোহনপুর ৪ নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, শ্রী জিতেন চন্দ্র মরারী,মোহনপুর ৪নং ওয়ার্ড সহসভাপতি, আওয়ামীলীগ, পলাশ কর্মকার, মোহনপুর ৪নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ, মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
তিনি তার বক্তব্যে বলেন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখার জন্য শান্তিতে বসবাসের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয়সরকার, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে বাপক উন্নয়ন হয়েছে, এসব উন্নয়ন দেখে কিছু কুচক্রী মহল দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। সব গুজাবে কান দিবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে রাজশাহী ১ আসনের সংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানান।

error: Content is protected !!