যশোরের মণিরামপুর টু রাজগঞ্জের রাস্তার মাঝে মুন ব্রিকস এর সামনেই ঘটছে অসংখ্য দূর্ঘটনা। আজ শনিবার ৩:৩০ মিনিট এর দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে মুন ব্রিকস এ রাস্তার পাশে মজুত রাখা মাটি ধুয়ে রাস্তার উপর চলে আসায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হওয়ার কারনে মুন ব্রিকস এর সামনে ঘটছে অসংখ্য দূর্ঘটনা। মোটরসাইকেল আরোহীরা বলছে, রাস্তার এতোটাই বেহাল অবস্থা যে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি মোটরসাইকেল পিচ্ছিল করে। কথা হয় সেই আরোহীর সাথে তিনি বলেন,আমি এতো আস্তে গাড়ি চালিয়ে আসছি তারপর ও পড়ে যাচ্ছিলাম। পড়ে গেলে আমার হাত পা ভেঙ্গে যেতো আমার পরিবার ক্ষতিগ্রস্থ হতো এ দায়ভার কে নিতো। কথা হয় পাশে দোকান দারের সাথে তারা জানায়, বৃষ্টির পর কয়েকটি মোটরসাইকেল পিচ্ছিল করে পড়ে যায়।পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ভাটা কর্তৃপক্ষ জানায়,বৃষ্টি হওয়ার পর ধুলা বালির কারণে রাস্তার অবস্থা খারাপ ছিলো। আজ বিদ্যুৎ না থাকায় আমরা রাস্তা পরিষ্কার করতে পারিনি। আমাদের পাইপ লাইন সব কিছুই আছে রাস্তা পরিষ্কার করার জন্য।তবে এখন রাস্তা শুকিয়ে গেছে।
সামাজিক গণমাধ্যমে নিউজটি শেয়ার করুন