মণিরামপুর সেভেন স্টার ভাটার মাটি বহন করা চার ট্রাক্টরের ২৪ হাজার টাকা জরিমানা
লেখক:
Rakib hossain প্রকাশ: 2 years ago
মোঃ হাবিবুল্লাহ হুসাইন, নিজস্ব প্রতিবেদক :
যশোর মণিরামপুরে আজ মঙ্গলবার বিকাল ৪ টার সময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এর নেতৃত্বে মণিরামপুর উপজেলা সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামে ৭ ফুট ইটের সলিং রাস্তা দিয়ে মাটির ট্রাক্টর চলাচলের কারনে জনদূরভোগ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় মোবাইলকোর্ট পরিচালনা করে চার ট্রাক্টর চালক কে ৬ হাজার করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। এই ট্রাক্টর কৃষি কাজের জন্য ব্যবহার করতে আমদানি করা হয় যেহেতু এটা কৃষি কাজেই ব্যবহার করতে নির্দেশ দেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।
তিনি বলেন, যদি এই ট্রাক্টর মাটি বহন কাজে ব্যবহার হয় তাহলে পরবর্তীতে আটক করে সর্বোচ্চ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। জন সাধারণের উদ্দেশ্যে বলেন সরকারি রাস্তা গুলি জনগণের টাকায় করা। এটা জনগনের সম্পদ। যে সব রাস্তায় এই ট্রাক্টর চলাচলে রাস্তা নষ্ট হবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা হবে।