প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
মণিরামপুর মহাসড়কে ফেটে যাওয়া রাস্তা পিচ এবং সিলেকশন বালি দিয়ে মেরামত
যশোরে মনিরামপুর মহাসড়কে রাজারহাট রেলগেট থেকে মনিরামপুর ডিগ্রী কলেজ সংলগ্নে ব্রিজ পর্যন্ত ফেটে যাওয়া রাস্তা পিচ এবং সিলেকশন বালি দিয়ে মেরামত করতে দেখা যায়।
১৮ মে শনিবার সকালে মনিরামপুর মহাসড়কে ফেটে যাও রাস্তা এই মেরামতের দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরে মণিরামপুর মহাসড়কে নতুন রাস্তার নির্মাণ করার পর সেই সড়কে রাস্তাটি ফেটে গেলে রাস্তা নির্মাণ কর্তৃপক্ষ এই দৃশ্য দেখে তারা পিচ এবং সিলেকশন বালি দিয়ে মেরামত করতে দেখা যায়।
এই ঘটনার বিষয় নির্মাণ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, এই নির্মাণ সড়কটির কাজ আমাদের কোম্পানি নির্মাণ করেছেন। তাই সড়কের ফেটে যাওয়া রাস্তাটি পিচ এবং সিলেকশন বালি দিয়ে সড়কটি মেরামত করা হচ্ছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com