মণিরামপুর মহাসড়কে কভার ভ্যান  নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পিলারের সাথে সংঘর্ষ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর মনিরামপুর মহাসড়কের সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে কভার ভ্যান যার নং ঢাকা মেট্রো ট- ২২,- ৪৩২৯ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পিলারের সাথে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১ঃ ৩০ মিনিটে কভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
জানাযায়, মঙ্গলবারের এর দিন খুলনা থেকে ছেড়ে আসা এই কভার ভ্যান যশোরে উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মণিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে আসলে বিপরীত থেকে ছেড়ে আসা একটি ট্র্যাক কে সাইড দিতে গিয়ে কভার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পিলারে সাথে সংঘর্ষে পিলারটি ভেঙে যায়।
এই ঘটনার বিষয় কভার ভ্যানের ড্রাইভার (৪৩) আসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মঙ্গলবার এর দিন খুলনায় বিস্কুট আংলোড করে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। ঐ দিন রাত আনুমানিক ১ঃ৩০ মিনিটে মণিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্নে আসলে বিপরীত  দিক থেকে ছেড়ে আসা একটি ট্র্যাক কে সাইড দিতে গিয়ে  কভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ পিলারের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
error: Content is protected !!