মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে মণিরামপুর উপজেলার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসক্লাবে দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ শে সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাবের এই দ্বি – বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের তিন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহকারী অধ্যাপক বজলুল হক ও আসাদুজ্জামান মিন্টু, জানান, মণিরামপুর প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন (দৈনিক লোকসমাজ) স্টাফ রিপোর্টার এস এম মনজুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত (দৈনিক সমাজের কথা) মোতাহার হোসেন।
নির্বাচনের ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মণিরামপুর প্রেসক্লাব দ্বি – বার্ষিক নির্বাচনের সভাপতি এস এম মজনুর রহমান ৩১, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পান ২৮ ভোট। সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন (বাংলাদেশ পোস্ট) জি এম ফারুক আলম, (যায়যায়দিন) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস, (সকালের সময়) ২৮ ও আবুবক্কার সিদ্দিক (মানবজমিন) ২৫ ভোট, তথ্যপ্রযুক্তি ও গবেষণার সম্পাদক পদে তাজাম্মুল হুসাইন (গ্রামের কাগজ) ২৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্জ্বল রায়,( গ্রামের কাগজ) ২৯ ভোট, প্রচার সম্পাদক আলিমুন হোসেন, (প্রতিদিনের কথা) ২৫ ভোট, নির্বাহী সদস্য পদে সরকারি অধ্যাপক বোরহান উদ্দিন, জাকির হোসেন ২৯ ভোট, উৎপল বিশ্বাস (স্পন্দন) ২৮ ভোট, আব্দুল মতিন (নয়া দিগন্ত) ২৪ ভোট, সরকারি অধ্যাপক হোসাইন নজরুল হক (আমার সময়) ২১ ভোট, পেয়ে নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক (সময়ের খবর), অর্থ সম্পাদক মিজানুর রহমান (সত্যপাঠ) ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান (কালবেলা) ।
সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্ররা এবং ছাত্রদলের নেতাকর্মীরা নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান।