মণিরামপুর টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ৪ তলা ভবন শুভ উদ্বোধন,এমপি স্বপন ভট্টাচার্য্য 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোরে মণিরামপুর উপজেলা টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ ইদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ৮ ই জুলাই শনিবার আছর বাদ মণিরামপুর বেগারীতলা টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার এ ৪ তলা ভবন শুভ উদ্ভোধন করা হয়। টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন, জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ৩ নং ভোজগাতী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আয়বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা যুবলীগ নেতা বশির উদ্দিন, অত্র ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জনাব আনিসুর রহমান তজু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন লিটন, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এবং ৩ নং ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরাসহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিকে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ, শুভ উদ্বোধন কালে অত্র প্রতিষ্ঠানের ফিতা কেটে এবং চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই সময় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলার এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!