মোঃ হাবিবুল্লাহ হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুর উপজেলা শ্যামকুড় ইউনিয়নের যমযমিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘ ৩৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই মাদ্রাসায়। স্থানীয় জন সাধারণের দাবী এই মাদ্রাসার একটি নতুন ভবন নির্মাণ করা হোক। আজ (২২শে মে)সোমবার স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন ১৯৮৬ সালে মাদ্রাসাটি স্থাপিত হয় ,কিন্তু দীর্ঘ ৩৭ বছর পার হলেও হয়নি কোনো উন্নয়ন মূলক কাজ,একাধিক নিয়োগ হলেও, উন্নয়নের ছোঁয়া লাগেনি এই মাদ্রাসাটিতে শুধু নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের টাকা উপর মহলের কিছু নেতারা ভাগ করে নেই।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বললে তারা বলেন মাদ্রাসার উন্নয়ন ফান্ড শুন্য প্রায় ১০ বছর। মাদ্রাসার পুরাতন ভবনটিতে হালকা বৃষ্টি হলেই ছিদ্র টিনের চাল বয়ে ক্লাস রুমে পানি পড়ে। একটু বাতাস হলেই ছাত্র ছাত্রী, ক্লাস রুম থেকে বের হয়ে স্কুলের পাসে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেই। ফলে ক্লাস নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুরানো জর্জরিত এই ভবনটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার সময় করা। সেই থেকে এই মাদ্রাসাটি একই ক্লাস রুমে ক্লাস করছেন শিক্ষার্থীরা। সারা দেশ জুড়ে যেখানে উন্নয়নের রোড মডেল সেখানে শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার করুন অবস্থা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য নিকট আকুল আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা,তাদের দাবী এই মাদ্রাসায় একটি মানসম্মত ক্লাস রুম নির্মাণ করা হোক।