মণিরামপুরে ভোজগাতি ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ 

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 20 hours ago

স্টাফ রিপোর্টার:

যশোরের মণিরামপুর উপজেলার ০৩ নং ভোজগাতি ইউনিয়নের ৬৩৭ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, টিসিবি কর্তৃক প্রদত্ত পণ্যের মধ্যে প্রতিজন সুবিধাভোগী পেয়েছেন ২ কেজি মুসুর ডাল, ২ কেজি ভোজ্য তেল এবং ৫ কেজি চাল। এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬৩৭ জন কার্ডধারী এ সুবিধা পেয়েছেন।

পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সচিব তাসলিমা আক্তার, এবং ডিলার আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম, সাইফুল ইসলাম, আব্দুল আলিম, নুরুজ্জামান পাপ্পু, সংরক্ষিত মহিলা সদস্য পারভিন সুলতানা এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

সুষ্ঠু এবং স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। টিসিবি’র এমন উদ্যোগ স্থানীয় জনগণের জন্য উপকারী হিসেবে দেখা দিয়েছে।

error: Content is protected !!