মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে মণিরামপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ের কাশিমনগর ইউনিয়ন একাদশ ও চালুয়াহাটি ইউনিয়ন একাদশের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে চালুয়াহাটি ইউনিয়ন একাদশকে পরাজিত করে কাশিমনগর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান তৌহিদ, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান সরদার আব্দল হামিদসহ প্রমুখ।

error: Content is protected !!