মণিরামপুর প্রতিনিধি:
আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার ২০২৪ আ্স্থা ক্যাটল ফিডের সৌজন্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যশোরের মনিরামপুরের ১৪ নং দুর্বডাঙ্গা ইউনিয়নের মুজগুন্নি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রায় ৩০ জন গরুর খামারী উপস্থিত ছিলেন। আরো উপন্থিত ছিলেন আস্থা ক্যাটল ফিডের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ডাঃ সাকিব বেজওয়ান, এজিএম ডাঃ শাহীনুর রহমান মন্ডল, এসিসট্যান্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ আমানুল্লাহ ও সিরিয়র এক্সিকিউটিভ ডাঃ মোঃ জাহিদ হাসান।
খামারি কর্মশালায় আস্থা ফিডের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার ডাঃ সাকিব রেজোওয়ান বলেন বাংলাদেশকে আমিষে পরিপুর্ণ করতে গরুর মাংস ও দুধ গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির করণে আমিষের চাহিদাও বাড়ছে, এই চাহিদা মেটাতে আমাদের আধুনিক খামার ব্যবস্থা গড়ে তুলতে হবে, আর আধুনিক খামার ব্যবস্থায় সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে গুনগত খাদ্য।
তিনি আরো বলেন খামারিদের কথা মাথায় রেখে আস্থা গুণগত মানের ক্যাটল ফিড প্রস্তুত করে, যা গাভীর মাংস ও দূধ উৎপাদনে অত্যন্ত সহায়। উঠান বৈঠকে অংশগ্রহনকারী খামরিরা বলেন অনুষ্ঠানের মাধ্যমে তারা গরু পালনের উপরে বেসিক অনেক কিছু জানতে পেরেছেন তাই তারা আস্থা ফিডের এই আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন।