অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোর্টারঃ
আজ ৩১.১০.২০২৩ খ্রি: রোজ মঙ্গলবার সকাল ১১.০০ থেকে ১১.৩০ ঘটিকা পর্যন্ত মণিরামপুর উপজেলার আলুর আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আলী হাসান। এসময় ভাই ভাই ভান্ডার, মেসার্স সরদার ভান্ডার, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারে অভিযান চালানো হয়।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আলী হাসান বলেন, প্রত্যেকটি আলুর আড়তে সরকার নির্ধারিত আলুর দাম ৩৬ টাকা এর পরিবর্তে ৪৫ টাকা বিক্রি করছে। এছাড়াও তারা যে সকল স্থান থেকে আলু ক্রয় করছে বলে মোবাইল কোর্টকে বলেছে তাদের নিকট হতে আলু ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি।
আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভাই ভাই ভাণ্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডার এর মালিক মো: হানিফ আলী, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক মো: তহিদুল ইসলামকে ১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।