মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঠিকাদার প্রতিষ্ঠান ‘মেমার্স অর্থ প্রাইভেট লিমিটেড’র কর্মকর্তা মোঃ সাজিদ হোসেনের (৪১) অপহরণ মামলায় গ্রেফতার হওয়া আসামী উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী মোঃ আশিকুর রহমান আশিকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল বিজ্ঞ আদালতে আসামীর ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে- বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট পলাশ কুমার দালাল-এর বিচারিক আদালতে দীর্ঘ ৩ কার্যদিবস শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাড. বশির আহম্মেদ খান। আসামী পক্ষের আইনজীবি হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাড. কাজী ফরিদুল ইসলাম ও অ্যাড. খালিদ হাসান ডিউজ।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ঠিকাদার প্রতিষ্ঠান ‘মেমার্স অর্থ প্রাইভেট লিমিটেড’র কর্মকর্তা-ঢাকার কেরানিগঞ্জ এলাকার কাজী মাহমুদুল হাসানের ছেলে মোঃ সাজিদ হোসেনকে মণিরামপুর উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী উপজেলার চালুয়াহাটি গ্রামের মোঃ মিজানুর রহমান খানের পুত্র মোঃ আশিকুর রহমান আশিকসহ তার সহযোগিরা গত ১৯ সেপ্টেম্বর অপহরণ করে অজ্ঞাত বিভিন্ন স্থানে আটকিয়ে রেখে শারীরিক ভাবে নির্যাতন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে আশিকসহ তার সঙ্গীরা সাজিদকে হত্যার হুমকি দিয়ে পৌরশহরের ভগবান পাড়ার বাসায় আশিকের থাকার ঘরে আটকিয়ে রাখে। অপহৃত সাজিদ সুযোগ বুঝে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে-মণিরামপুর থানা পুলিশের একটি টিম সাড়াশি অভিযান চালিয়ে এদিন রাত সাড়ে ৩টার দিকে আশিকের ঘর থেকে তাকে উদ্ধার করে। এ সময়ে অপহরণকারী আশিককে পুলিশ আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় সাজিদ বাদী হয়ে আশিকুর রহমান আশিকসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মনিরামপুর থানায় একটি মামলা করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আশিকুর রহমান আশিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল বিজ্ঞ আদালতে আসামীর ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। বিজ্ঞ আদালতে দীর্ঘ ৩ কার্যদিবস শুনানি শেষে আসামী মোঃ আশিকুর রহমান আশিকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।