যশোরে মনিরামপুর উপজেলা চালকিডাঙ্গা বাজারের সংলগ্নে এক একর জমিতে ড্রাগন, পেয়ারা ত্বীন ( মিশরী ডুমুর) ফল চাষের সাবলম্বী হয়েছেন এক নতুন উদ্যোক্তা। জানা যায়, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা সংলগ্ন আসর আলী এগ্রো বাংলাদেশ লিমিটেডের সত্বাধীকারী দিলশাদ হোসেন তার নিজস্ব এক একর জমিতে ড্রাগন পেয়ারা ও ত্বী ন মিশরীয় ডুমুর চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এই বিষয়ে উদ্যোক্তা দিলশাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার এই এক একর জমিতে তিন বছর ধরে ড্রাগন পেয়ারা ও ত্বীন মিশরীয় ডুমুর চাষাবাদ করে আসছি চলতি বছর মে মাসে আমার জমি থেকে ড্রাগন ফল ছোট বড় প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা করে বিক্রি করেছি এর সাথে ত্বীন মিশরীয় ডুমুর প্রতি কেজি ৮ শত টাকা করে বিক্রয় করেছি। তবে ড্রাগন ফল এবং ত্বীন মিশরীয় ডুমুর ফল বিক্রয় করে সাবলম্বী হয়েছি। তবে ড্রাগন ফলটি চাষের নিয়ম ঠিক পটলস্বরূপ চাষের মতন। ড্রাগন ফল এবং ত্বীন মিশরীয় ডুমুর সুস্বাদু ফল। তবে ফল গুলি খেলে শরীরের অনেক উপকার হয়।