কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গণমুখী জন উন্নত মূলক বিকাশের ক্ষেত্রে কাজ চলছে, তার বাস্তবায়নে রূপান্তরিত করতে তৎপরতা শুরু করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা র মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শ্রী সব্যসাচী গায়েন।
তিনি তার এলাকার প্রায় পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় ১২,হাজার, মানুষের মধ্যে পশ্চিম বাংলা সরকারের দেওয়া হাউস হোলি প্রোজেক্ট এবং ১৬,হাজার, পরিবারের মধ্যে বেনিফিসারি কাজ এবং প্রান্তিক কৃষকের মাঝে ১০,হাজার, উন্নত মানের কলাগাছ রোপন এর বিলি করলেন আজ মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পক্ষ থেকে।এই উন্নত মানের কলাগাছ রোপন এর জন্য ব্যায় করেছেন প্রায় পাঁচ লাখ টাকা।
আর হাউস হোলি প্রোজেক্ট ক্ষেত্রে ও বেনিফিসারি কাজ করার ক্ষেত্রে মোট ৮,কোটি, টাকা বরাদ্দ করেছেন। সেই সঙ্গে প্রান্তিক গ্রাম পঞ্চায়েত এলাকায় মৎস্যজীবী ভাই ও বোনদের জন্য পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং তার সাথে যুক্ত মৎস্য জীবীদের পাঁচ টাকা অনুদান তহবিল থেকে দেওয়া হবে। এবং ফিভটি ফাইনান্সিয়াল কাজের জন্য মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে ২৪,নাম্বার, পঞ্চায়েত সমিতি র ঘোলা নওয়া পাড়া তে সাড়ে তিন লাখ টাকার জল নিকাশি ব্যাবস্থা করা হয়েছে। এই ক্ষেত্রে এই সমিতির সদস্য ও পশ্চিম বাংলা ওবেসি এবং এস টি সেলের নেতা এবং সাবেক শিক্ষার কর্মধক্ষ্য নুরুজ্জামান সেখ ওরফে মন্টুর নেতৃত্বে বিকাশের কাজ এগিয়ে যাচ্ছে। সার্বিক ভাবে জন মূখী এবং জন বিকাশের কাজের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে মগরাহাট পশ্চিম।
এই বিকাশের লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে তাদের মধ্যে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক ও ক্যারেক্টার আসিফ ইকবাল সেখ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং ভাইস চেয়ারম্যান হাজী মোবারক আলী এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর গণস্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তর এর কর্মধক্ষ্য শ্রী মানবেন্দ্র মন্ডল ও গনপরিবহন ও পুরত কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং খাদ্য দপ্তর এর কর্মধক্ষ্য মারুফ লস্কর সহ মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড অন্যান্য সদস্যরা। সার্বিক ভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিকাশের ক্ষেত্রে কাজ চলছে তাতে বাস্তবায়নে রূপান্তরিত করতে বদ্ধপরিকর মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন।