মগরাহাট কলেজে শুরু হলো বাৎসরিক অনুষ্ঠান "আগুনের পরশমনি - ২০২৫"। অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিধায়িকা নমিতা সাহা, কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দ।
এদিন নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩ হাজার নবাগত ছাত্র-ছাত্রীকে স্বাগত জানানো হয় এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। উল্লেখ্য, কলেজে স্নাতকোত্তর (এম.এ) বিভাগ চালু হয়েছে গত বছর থেকেই।
অনুষ্ঠানের আয়োজন করে মগরাহাট কলেজ ছাত্র সংসদ (তৃণমূল)। মূল প্রোগ্রামের কনভেনর ছিলেন বাচ্চু শেখ। এছাড়া, মকলেজ ছাত্র সংসদের প্রাক্তন কমিটির সদস্য মোঃ ইদুজ্জামান মোল্লা, খুর্সিদ আলম হালদার, আজাহার ঢালী ও শামীম আহমেদ বিশেষ ভূমিকা রাখেন।
উৎসবের প্রথম দিন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, আগামী দিনগুলোতেও অনুষ্ঠানের নানা আয়োজন চলবে।