ভোজগাতী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 hours ago

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন বিএনপির কাউন্সিল ২০২৫ সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিনব্যাপী ভোজগাতি ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩ টি ভোট বাতিল হয়। নির্বাচনে তিনটি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আব্দুস সাত্তার দফাদার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর রফিকুল ইসলাম ৩৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদের কামরুজ্জামান বাবু ৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

প্রতিদ্বন্দ্বী কবির হোসেন ৫২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ ৪২ ভোট পান। নির্বাচন পরিচালনা করেন, নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য আব্দুস সালাম আজাদ।

ভোট গ্রহণ চলাকালীন জেলা বিএনপির সদস্য সচিব এড সৈয়দ সাবেরুল হক সাবু এবং মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এড শহীদ ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

error: Content is protected !!