কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবের কাঠপট্টি এলাকায় মদিনা ফুড প্রোডাক্ট নামের চানাচুর তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১ টার দিকে কারখানাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে একটার দিকে ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক শাহাবুদ্দিন জানায়, রাত আনুমানিক ১টার দিকে আগুনের খবর পেয়ে এসে দেখি গোটা কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় ততক্ষণে কারখানার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কারখানায় থাকা আটা, ময়দা, তেল, চনা, বুট, মজুদ চানাচুর ও যন্ত্রপাতি সবই পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমার ৭০/৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুসা ভূঞা বলেন, আগুনের খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনের ভয়াবহতা দেখে নদী ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কারখানার ক্ষয়ক্ষতি হয়েছে তবে গোটা ক্ষয়ক্ষতির হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।