ভৈরবনদ রক্ষা ও নদী নিয়ে সংঘটিত অনিয়ম ও দূর্ণীতির বিচারের দাবীতে সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদসহ একাধিক নদ-নদী নিয়ে সংঘটিত অনিয়ম ও দূর্ণীতির বিচারের দাবীতে
ভৈরব নদ সংস্কার আন্দোলনের একসভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৭ ই এপ্রিল) বিকাল পাঁচটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ , অন্যতম নেতা মোবাশ্বর হোসেন বাবু, জিল্লুর রহমান ভিটু, এড. মাহমুদ হাসান বুলু, তসলিম উর রহমান, ইলাহ দাদ খান,নাজিমউদ্দীন, শাহজান আলী, আগা খান, আলাউদ্দিন, পলাশ বিশ্বাস, পিল্টু, হাসান আলী, জয়দেব, আজগার আলী প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ উজানে নদী সংযোগ, বিআইডব্লিউটিএ -এর অনুমতিহীন ভৈরবের উপর পুনঃনির্মানাধীন সেতু সমুহ তৈরী বন্ধ করা, নদীর সীমানা নদীকে ফেরত দেওয়া ও নদী তট আইন প্রয়োগ করা, নদী খননের দূর্নীতির তদন্ত ও বিচারের জোর দাবি জানান।

একই দাবিতে বসুন্দিয়া, ছাতিয়ানতলা, রাজারহাট ও দাইতলায় সমাবেশ করার ঘোষণা দেন এবং ২১ এপ্রিল রবিবার সকাল ১১ টায় দাইতলায় সেতুর উপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তব্য ও সামগ্রিক কর্মসূচি তুলে ধরার ঘোষণা দেন।

error: Content is protected !!