ভালোবাসা নয় মানুষ বদলায়
কলমে: সিংগার জুলী
আমার কাছে মনে হয়- ভালোবাসা চির সত্য এবং চির সুন্দর।
অনেকেই অভিযোগ করে, এই ভালোবাসা নিয়ে।
ভালোবাসা নাকি বদলে যায়, ভালোবাসার নাকি ধরণ কিংবা রং বদলায়। ” আসলেই কি তাই….?
মোটে ও না….!!
আমি বলব,ভালোবাসা বদলায়, কথাটা একেবারেই ভুল।
ভালোবাসা কোন তরল পদার্থ নয় যে
যেখানে সেখানে, বা যে, সে, পাত্রে রাখলে সেটা বদলাবে।
বদলায় তো ভালোবাসি কথাটা যারা বলে,সেই মানুষ নামক পদার্থটি। যাকে তরল পদার্থের সাথে তুলনা করা যায়।
কারণ মানুষ হলো এমন এক পদার্থ
তাকে আপনি যে পাত্রে রাখবেন সে পাত্রেই, তার রূপ ধারণ করবে।
যখন যে পাত্রে সে থাকবে,
সেই পাত্রে তরল পদার্থের মত তাদের ভালোবাসাকে বদলাবে। সে পাত্রে মানুষ তাদের চরিত্র কে ধারণ করবে।
তাই আমি বলব ভালোবাসার রং কখনো বদলায় না।
বদলে যায় শুধুমাত্র –
মানুষের নিজ মুখে ভালোবাসি বলা কথাটি
প্রকাশ করার ধরণ।
বদলে যায় মানুষের চারিত্রিক রং আর চারিত্রিক চাহিদা।
তারপর আমরা দুষ দেই ভালোবাসার।
যতদিন পর্যন্ত মানুষ নিজের মনকে, নিজের চরিত্রকে,
ঠিক রাখতে পারবেনা,
নিজের ভালোবাসাকে, পছন্দকে, নিজের মনের আয়ত্বে রাখতে পারবে না,নিজের বদলে যাবার ধরনকে ঠিক রাখতে পারবে না,,
ঠিক ততদিন ভালোবাসাকে মিথ্যে অজুহাত দিবে।
তবুও মানুষ নামের পদার্থ গুলো নিজেকে কখনোই শুধরাবে না।
আর এটাই হলো মানুষ।