ভালুকা উপজেলা প্রতিনিধি:
ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর হুমায়ন কবির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার পাশাপাশি মাদকমুক্ত ওয়ার্ড ও সচেতনতা সৃষ্টিতে পৌর এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। সরেজমিনে, স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, এই সুনাম অর্জন করেছেন ভালুকা পৌরসভার প্যানেল মেয়র ২নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির। তিনি অত্র ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে বয়স্ক ও তরুণদের প্রতি মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আলোচনা করে যাচ্ছেন।প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ হুমায়ন কবির জানান, কাউন্সিলর বিজয়ী হওয়ার পর থেকে ওয়ার্ডের রাস্তা-ঘাটে ড্রেইনের উন্নয়ন সহ জনগণের সেবায় সর্বধাই নিয়োজিত রয়েছি। সেই সাথে বর্তমানে বড় সমস্যা হচ্ছে মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।মাদকের নীল থাবায় তছনছ হয়ে যাচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্যময় গ্রামীণ সমাজ ব্যবস্থার সকল অবকাঠামো। এই মাদককে ঠেকাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই মাদকের সাথে কোন প্রকার আপস নয়। পুলিশ ও সকলের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে।ইতি মধ্যেই ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের দিক নির্দেশনায় ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্তক প্রচেষ্ঠায় রয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।সেই সাথে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেফতার ও জনগণের জানমাল নিরাপত্তায় সজাগ দৃষ্টি দিচ্ছে পুলিশ।