ভালুকা উপজেলা প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন ভালুকা উপজেলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ তানভীর আহমেদ খান। ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তানভীর আহমেদ খান বলেন, আমার পেশা একজন ব্যাবসায়ী ও আমি ভালুকা উপজেলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আমি দীর্ঘদিন ভালুকা উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক, মানবাধিকার কাজে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি ভালুকার জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছি।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভ কামনা জানাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে ভালুকা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া কামনা করছি।