ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ একজন কে গ্রেফতার করা হয়েছে। ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের আ. সামাদের ছেলে মো. সাদিক (৩৩) কে মুক্তির বাজার এলাকা থেকে বুধবার রাতে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
মো. সাদিকের বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে আদালতে করা হয়েছে।