ভালুকা উপজেলা প্রতিনিধি:
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ভালুকা উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে বাসট্যান্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা রিনা হক, সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার শানু, সহ সভাপতি কল্পনা আক্তার, প্রচার সম্পাদক মোছাম্মদ মাফিয়া আক্তার, মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মিনারা আক্তার, ফাতেমা আক্তার, শাহানাজ পারভিন, নাজমা আক্তার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।