ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।গতকাল ১৪ জুন বুধবার বিকেলে সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি এনামুল কবির খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, সড়ক পরিবহন শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক মকবুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহানাজ আক্তার শানু, উপজেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি মেগলা আক্তার লিলি প্রমূখ। এছাড়াও সকল ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।