মোঃ মিজানুর রহমান বাহার,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রবিবার ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর ভালুকা পৌরসভার টিএন্ডটি মহল্লার বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে ওই দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুন, শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় মিলাদ ও আলোচনায় যুবলীগের অন্যান্য কর্মীসহ এলাকার মুসল্লিরা অংশ নেন।