ভালুকায় মাছ চাষে বাধা খামারিকে হুমকি প্রধান

লেখক:
প্রকাশ: 1 year ago

ময়মনসিংহ প্রতিনিধি: উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নে চান্দাব এলাকায় মাছ চাষকে কেন্দ্র করে খামারিকে নানা ভাবে হয়রানী ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আক্কেল আলী গংদের বিরুদ্ধে  এ ব্যাপারে ঐ খামারি বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

জানা যায় সম্প্রতি চান্দাব এলাকায় চেচুয়াইল বিল নামক একটি প্রকল্প মাছ চাষের জন্য লিজ নেন একই এলাকার কামরুল ইসলাম চান মিয়া নামের জনৈক ব্যাক্তি প্রকল্পে ভাড়ার চুক্তি পত্র অনুযায়ী তিনি জমিদাতাদের কাছ থেকে সকল নিয়ম কানন মেনে তাদের সাক্ষর নেন, কিন্তু এতে বাধ সাদে আক্কেল আলী সহ দু এক জন  ইতিমধ্যে খামারী কয়েক দফায় নানা প্রজাতির মাছ ছাড়ে ঐ প্রকল্পে কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে আক্কেল আলী,আক্কাস আলী ও সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম আকন্দ সহ খামারী মালিক কামরুল ইসলাম চান মিয়াকে নানাভাবে হয়রানি,হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করেন । শুধু তাই নয় আক্কেল আলী গংরা তাদের জমিতে জ্বাল দিয়ে বেড়া বানিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে। যা সম্পুন্ন বে আইনি সরকার যেখানে মৎস্য চাষের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছে সেখানে এমন গুটি কয়েক লোকের জন্য বাধাগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক খাতে অবদান রাখা এসব প্রকল্পগুলো বিষয়টি নিয়ে কামরুল ইসলাম নিজের নিরাপত্তা ও প্রকল্প রক্ষায় ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন  এ ব্যাপারে কামরুল ইসলাম চাঁন মিয়া জানান আমি জমি দাতা সকলের সম্মতিতেই নদীতে মাছের চাষ করছি ইউপি সদস্য রফিকুল ইসলামের যোগসাজশে আক্কেল আলী আমাকে নানাভাবে হয়রানি করছে বিষয়টি নিয়ে আমি স্হানীয় প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি

error: Content is protected !!