ভালুকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
লেখক:
প্রকাশ: 6 months ago
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময়ের ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার বাচ্চাকে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার বাচ্চাকে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মাসুদ পারভেজ, এমটিইপিআই আব্দুল হালিমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।