ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় ব্যাংক কর্মকর্তাদের সাথে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভালুকা মডেল থানা সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আসন্ন ঈদ উল ফিতর পূর্ববর্তী সময়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার ওসি মো. শাহ কামাল আকন্দ।
তিনি ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক ও ব্যাংকের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখাসহ বিভিন্ন বিষয়ে শতর্কতা অবলম্ভন করতে বলেন।
মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারাও তাদের অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন। এসময় ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই চন্দন চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।