ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ময়মনসিংহ বিভাগে মোঃ জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ভালুকা উপজেলা ও পৌর নবীন দলের পক্ষ থেকে মোঃ জুয়েল রানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে ভালুকা উপজেলা ও পৌর শাখা নবীনদল। ৯ জুলাই রোববার বিকালে র্যালিটি থানার মোড় থেকে শুরু করে দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা নবীন দলের সহ-সভাপতি তাহমিদ হাসান হাসিব, সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাহাল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ন সাধারণ সম্পাদক নাঈম খান, যুগ্ন সাধারণ সম্পাদক রিয়েল শেখ প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা ও পৌর নবীন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।