ভারতে পাচারের সময় বেনাপোলে ৩ কোটি টাকার সোনার বার জব্দ

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কোটি টাকার সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে দৌলতপুর সীমান্তের ইছামতি নদীর পাড় এলাকা থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বার জব্দ করা হয়। তবে এ সময় মোটরসাইকেলসহ সোনার বারগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারী।

খুলনা-২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ সোনার চালান পাচার হওয়ার খবর পায় বিজিবি। মঙ্গলবার ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলসহ একটি পোটলা ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে পোটলার মধ্যে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বার পাওয়া যায়।

error: Content is protected !!