প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ
ভারতের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ, শুধুমাত্র সোমেন নন্দী ও অভিষেক ব্যানার্জী র মামলা ছাড়া সব দুর্নীতির মামলা বিচার করবেন বিচারপতি গাঙ্গুলী
ভারতের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ, শুধুমাত্র সোমেন নন্দী ও অভিষেক ব্যানার্জী র মামলা ছাড়া সব দুর্নীতির মামলা বিচার করবেন বিচারপতি গাঙ্গুলী।। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিষেক গাঙ্গুলী কে পশ্চিম বাংলা র সব দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেবার জন্য নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এমন ঘোষণার ফলে আনন্দে ফেটে পড়ে পশ্চিম বাংলা র শাসক দল। কিন্তু ঘন্টা র কাঁচা ঘুরতে না ঘুরতেভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী কে শেখর চন্দ্রচূড় এর ডিভিশন বেঞ্চ থেকে পরিস্কার করে বলা হয়েছে যে একটি মাত্র মামলা সোমেন নন্দী বনাম তৃনমূল দলের নেতা ও এম পি অভিষেক ব্যানার্জী র মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ কিছু দিন আগে পশ্চিম বাংলা র একটি বেসরকারি মিডিয়া তে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বলেন যে যে ভাবে দুর্নীতি হয়েছে তার শিকড় গভীরে। তাই নয় যারা এই দুর্নীতি র সাথে যুক্ত তাদেরকে ধরতে হবে। পরবর্তীতে এই মামলা টি নিয়ে পশ্চিম বাংলা র তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার এম পি অভিষেক ব্যানার্জী তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী কে এই মামলা থেকে সরিয়ে দেবার জন্য তার আইনজীবী মারফত আবেদন করেন। এবং ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ এই মামলা র শুনানি শোনেন এবং শুধুমাত্র একটি মামলা সোমেন নন্দী ও ডায়মন্ডহারবার এর এম অভিষেক ব্যানার্জী মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। বাকি পশ্চিম বাংলা র শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি র মামলা র সবটাই দেখবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এই রায়ের সাথে জয়ী হল পিছিয়ে পড়া এবংযোগ্যতার মাপকাঠি তে উৎকীর্ণ হওয়া প্রার্থীরা। ন্যায় পাবেন পশ্চিম বাংলা র শিক্ষা ক্ষেত্রে প্রতিভাবান শিক্ষার্থীরা।।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com