ভারতের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির অধিকার শুধু মাত্র মুসলিম উম্মাহর জন্য, সাদাতুল্লা হোসেনী

লেখক: ভারত বাংলা প্রতিনিধি
প্রকাশ: 5 days ago

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ কলকাতার ধর্মতলায় পশ্চিম বাংলার জামায়াতে ইসলামীর ডাকে ওয়াকফ সম্পত্তি বাঁচাও কমিটির ডাকে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জামায়াতে ইসলামীর আমির মাওলানা সৈয়দ সাদাতুল্লা হোসেনী সাহেব। তিনি বিশাল সমাবেশ ভাষণ দিতে গিয়ে বলেন যে ভারতের বর্তমান নরেন্দ্র মোদীর সরকার মুসলিম উম্মাহর জন্য তৈরি করা ওয়াকফ সম্পত্তি সম্পত্তি কে বিল এনে তা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হরন করতে চাইছে। এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং শান্তি কে বিপদে র মুখে ফেলতে চাইছে। সেই সঙ্গে ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলেছে।

তার সাথে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কে ভেঙ্গে ফেলার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।এর বিরুদ্ধে সকল ভারতীয় মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মুসলিম সম্প্রদায়ের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভারতের জামায়াতে ইসলামী হিন্দের আমির সৈয়দ সাদাতুল্লা হোসেনী সাহেব। তিনি বলেন যে মোগল আমলের পর ব্রিটিশ সরকার চলে গেছেন, এবং তার পর ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে,আজ পর্যন্ত কেউ মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি র উপর নজরদারি করতে পারে নি। এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবার সাহস করে নি।

বর্তমান কেন্দ্রীয় সরকার তা করতে চাইছে বিশেষ ক্ষমতা আইন করে।এর বিরুদ্ধে ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন শুরু করবে। যদি ভারতের কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি প্রত্যর্পণ আইন বিল প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে সারা দেশে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ প্রতিরোধ গড়ে তুলতে দ্বিধাবোধ করবে না।তারা শান্তি পূর্ণ ভাবে এই আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তাই আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যেন মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ এর কাছ থেকে ওয়াকফ সম্পত্তি কেড়ে না নেয়।এর জন্য সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। এবং মুসলিম গণসংগঠণ গুলো কে ঐক্যবদ্ধ ও এগিয়ে আসার আহ্বান জানান।

আজকের এই সমাবেশ উপস্তিত ছিলেন পশ্চিম বাংলা জামায়াত ইসলামীর আমির জনাব মশিউর রহমান এবং কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রফিক সাহেব। এবং মাওলানা তাহেরুল ইসলাম সাহেব ও ইসলামী চিন্তাবিদ জনাব কামারুজ্জামান সাহেব এবং জনাব ফরিদুল ইসলাম সরদার সাহেব। জনাব মনোয়ার হোসেন মোল্লা ছাড়া অন্যান্য জামায়াতের নেতৃত্ব উপস্তিত ছিলেন। আজকের এই ওয়াকফ সম্পত্তি প্রত্যর্পণ আইন বিরুদ্ধে ধর্মতলায় যে সমাবেশ অনুষ্ঠিত হয় তাতে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মহিলাদের উপস্থি উল্লেখযোগ্য।

error: Content is protected !!