মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর মধ্য পাড়ার হাসেম মোল্লার বসত ঘর ও গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
৯ মার্চ শনিবার রাত ৯ টার দিকে মশার কোয়েলের সূত্রে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসেম মোল্লা।
মোঃ হাসেম মোল্লা মসজিদে এশার নামাজ পড়ার আগে তার গোয়াল ঘরে মশার কয়েল লাগিয়ে স্থানীয় মসজিদে এশার নামাজ পড়তে যান-নামাজ শেষে বাড়ি আসা মাত্রই তার গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন- চিৎকার দিলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ।
ঘটনার পরক্ষণেই শ্রীপুর ফায়ার সার্ভিস এর খবর দিলে আনুমানিক এক ঘণ্টা পর অর্থাৎ আগুন নিভু নিভুর পর্যায়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হন-
ফায়ার সার্ভিসের ভুল ঠিকানার কারণে উপস্থিত হতে লেট হয়েছে বলে হাসেম মোল্লা জানান ।
এ ঘটনায় তিনটা উচ্চ মূল্যের ফ্রিজিয়ান গরু ঘটনাস্থলে পুড়ে কয়লায় পরিণত হয়েছে- যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা সাথে একটা গোয়ালঘর সহ ২টি বসতঘর সর্বমোট ১০ লক্ষ টাকার অধিক ক্ষতি গ্রস্থ হয়েছেন বলে হাসেম মোল্লা সাংবাদিকদের জানান।
তার ৩ টি গরুতে প্রধান আয়ের উৎস বা সহায় সম্বল ছিল, এখন সহায় সম্বল হারিয়ে দিশেহারা নির্বাক মোঃ হাসেম মোল্লা।সরকার তথা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান হাশেম মোল্লার ।
এ ঘটনায় ৫ নং দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর,ও স্থানীয় মেম্বার মিলন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।
মোঃ হাসেম মোল্লার সাথে যোগাযোগ =01736102649